স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের মেডিকেল মোড়ে দুর্গাপুর ডিগ্রি কলেজ, ঝালুকা ডিগ্রি কলেজ ও ধরমপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাগর আহম্মেদ। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিওন ও ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান বকুল। বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সদস্য ফায়সাল আহমেদ শান্ত, ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাব্বি, ধরমপুর কলেজ ছাত্রদলের সভাপতি তাফসিরুল...
Developed by BDITHOST