নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:২২। ৯ মে, ২০২৫।

জুমার নামাজের পর জুলাই মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

মে ৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাহবাগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ।

দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে বিক্ষোভকারীরা মঞ্চের সামনে অবস্থান নেন। নামাজের পর সেখানেই জড়ো হচ্ছেন এনসিপি ও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা।

যমুনার সামনে নামাজ আদায়ের পর মঞ্চে আসে একটি অংশ। এরপর পাশের বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাওয়া বিক্ষোভকারীরা একে একে সভাস্থলে আসছেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ‎

‎এর আগে বড় জমায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে, কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে। যমুনার প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন। সকল ৮টার দিকে যোগ দেয় জামায়াতে ইসলামী।

রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।