নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:২৬। ২৮ জুন, ২০২৫।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

জুন ২৮, ২০২৫ ৩:৩৮
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে বর্ষপূর্তি উদযাপন-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। সেখানে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বর্ষপূর্তির মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীর তথ্য ভবনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  ভারত থেকে মুসলিমদের বিতাড়নের অভিযোগ, আতঙ্কে বাঙালি মুসলমানেরা

গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ও সাময়িকীতে গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। একই সঙ্গে দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন ও বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হবে।

আরও পড়ুনঃ  ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস

তথ্য ভবনে আয়োজন করা হবে এক প্রকাশনা উৎসব, যেখানে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত হবে। বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো, যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে চলচ্চিত্রটি সারাদেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রও ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর।

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক পরিসরে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।