স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঢাকাস্থ মানিক মিয়া এভিনিউ-এ “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন আইসিসি মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মোঃ মোখলেসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে জুলাই শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম সহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব অফিসার্স এসোসিয়েশন; রাকাব কর্মকর্তা ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে রাকাব প্রধান কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা শেষে জুলাই বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।