
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন। এই আন্দোলন ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলেছিলো। বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে এ আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যা পরবর্তীতে অসহযোগ আন্দোলনে রূপ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ব্যাপ্তিতে অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা দীর্ঘ এবং এর প্রভাব সুদূরপ্রসারী। যাবতীয় রাষ্ট্রশক্তির সামনে আন্দোলনকারী ছাত্র-জনতা ছিল অকুতোভয়। রাজপথে এ আন্দোলনের বহিঃপ্রকাশ হলেও আন্দোলনের চেতনা ও তাড়না দেশের আপামর মানুষ ধারণ করেছে বহুদিন থেকে। চূড়ান্ত পর্বে প্রায় সর্বস্তরের মানুষ এতে নানাভাবে অংশ নিয়েছিলো এ আন্দোলনে। কারণ ভিন্ন থাকলেও উদ্দেশ্য ছিল এক - একটা অগণতান্ত্রিক ও জনবিচ্ছিন্ন সরকারকে হটানো। আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে তৎকালীন ক্ষমতাশীল সরকারের পতনের মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থান...
Developed by BDITHOST