
আজ ঐতিহাসিক ১৬ জুলাই। গত বছরের এই দিনে পৃথিবীর কুখ্যাত ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় রংপুরের রাজপথেই শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। শহীদ সাঈদ আজও বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয় ভাস্বর। যার ছবি প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে খোদাই করা আছে। বীরোচিত সেই দৃশ্য। বন্দুকের সামনে দাঁড়িয়ে, দু'হাত দুইদিকে সম্প্রসারিত। তাঁর ভঙ্গিমাই বলে দেয়, 'বাংলার তরুণরা জেগেছে। বাংলার জনতা আজ সাহস ফিরে পেয়েছে। যতই গুলি চালাও, এই ছাত্র-জনতা আর পিছু হটবে না। ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত কেউ আর ঘরে ফিরবে না।' ১৮ জুলাইয়ের সেই দৃশ্য আজও কেউ ভুলতে পারে না, আজও তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। ফ্যাসিস্ট হাসিনার পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে আবু সাঈদের রক্তে রঞ্জিত হয় রংপুরের প্রধান সড়ক। তাঁর তাজা রক্তের উত্তাপ...
Developed by BDITHOST