নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১০:১৭। ৬ আগস্ট, ২০২৫।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিল

আগস্ট ৬, ২০২৫ ৭:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয় মিছিল করেছে বিএনপি।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. আশরাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা।

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মো. সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আগামীকাল গণঅভ্যুত্থান দিবসে দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা

সমাবেশ শেষে ৭১ এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।