নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:১৭। ৫ আগস্ট, ২০২৫।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

আগস্ট ৫, ২০২৫ ১২:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা তাদের শরীরে ও মননে অভ্যুত্থানকে বয়ে বেড়াচ্ছেন। এজন্য জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত।

সোমবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণ-অভ্যুত্থানে আহতদের প্রথাগত পুনর্বাসন ব্যবস্থা থেকে বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যদি আহতদের যেকোনো বিষয়ে প্রশিক্ষিত করা যায়, তাহলে তারা জাতি গঠনে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখতে পারবেন। এর মাধ্যমে তারা সমাজেও সম্মানিত হবেন।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন। উপদেষ্টা জানান, সরকারের উদ্যোগে এক হাজারের অধিক আহতকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু

মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেশের জন্য রিজার্ভ ফোর্স। তিনি গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

বেসিক জার্নালিজম ট্রেনিংয়ে অংশগ্রহণকারী আহত শিক্ষার্থীরা বলেন, তারা দেশের জন্য কাজ করতে আগ্রহী। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুনঃ  কচুরিপানার সঙ্গে খালে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।