নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৪১। ২ জুলাই, ২০২৫।

জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে: ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

জুলাই ১, ২০২৫ ৮:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে নগরীর শিরোইলের পূবালী মার্কেটে জুলাই বিপ্লবে শহীদ ও পুঙ্গতবরনকারী বীরদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শহীদ আলী রায়হান, সাকিব আনজুমকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করা হয়। জুলাই গণঅভ্যুত্থান সকল শহীদকে স্মরণ করা হয়। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদে গড়তে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।

আরও পড়ুনঃ  শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল তার বক্তব্যে বলেন, এখন জুলাই আন্দোলনের নতুন নতুন মাস্টামাইন্ড বের হচ্ছে। অথছ তারা মাঠেই ছিলোনা। যারা বলেছিলো আন্দোলনের সাথে সম্পর্ক নাই বলে ঘোষণা করেছিলো তারা এখন বড় অন্দোলনের স্টেক হোল্ডার। কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দল গুলেনএক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারিনা।

আরও পড়ুনঃ  রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে রাসিক প্রশাসকের বৃক্ষরোপণ

রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন,অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বানিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী -৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।