নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:৪৯। ১২ সেপ্টেম্বর, ২০২৫।

জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির প্রস্তাব বিএনপির

সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই সনদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিষয়গুলো এখনই কার্যকর না করে তা নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি হিসেবে স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলো নির্বাচনপূর্ব ইশতেহারে এই প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করবে এবং সরকার গঠনের পর দুই বছরের মধ্যে তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ: গ্রেপ্তার ৩

তিনি বলেন, ‘জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেবে। যে দল সরকার গঠন করবে, তারা তা বাস্তবায়ন করবে।’

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সনদটি স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই উদ্যোগকে ভবিষ্যতের গণতান্ত্রিক যাত্রার সূচনা হিসেবে দেখছে।

আরও পড়ুনঃ  ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি পৃথিবীতে নেই : শফিকুল আলম

সভায় আলোচনার ভিত্তিতে জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নের জন্য চারটি প্রক্রিয়া সামনে এসেছে: অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ।

তিনি জানান, যেসব সুপারিশ সংবিধান সংশোধনের প্রয়োজন ছাড়াই বাস্তবায়নযোগ্য, সেগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা যেতে পারে।

সালাহউদ্দিন বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য ১৯টি মৌলিক বিষয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। এগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো লিখিত ও মৌখিকভাবে মতামত দিয়েছে।’

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ভোক্তা অধিকারের পৃথক অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার জরিমানা

এছাড়া বিএনপি দুটি বিষয়ে ভিন্নমত (Note of Dissent) দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে দুটি বিষয়ে ভিন্নমত দিয়েছি, সেগুলো আমরা দলীয় অবস্থান অনুযায়ী বাস্তবায়ন করব, যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।