
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। রোববার সন্ধ্যা রাতে শার্শা উপজেলার বাঁগআচড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তৃপ্তি বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্য প্রতারণা। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।” প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ড. ইউনূস জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দেবেন। কিন্তু যদি সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে,...
Developed by BDITHOST