
অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑১। মামলার অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল‑মামুন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায় পড়া শুরু করে। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় পড়ার সময় ৩ আসামির মধ্যে আইজিপি মামুন ট্রাইব্যুনালে উপস্থিত আছেন। বাকি দুজন আসামি পলাতক রয়েছেন। প্রসিকিউশন আশা করছে, রায়ে আসামিদের কঠোর শাস্তি হবে। রায়টি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র...
Developed by BDITHOST