নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১:০১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

জেএফএ কাপ : টাইব্রেকারে চ্যাম্পিয়ন রংপুর

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে বাফুফে প্রতি বছর বয়স ভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে। অ-১৪ নারী ইয়ুথ ডেভলপমেন্ট প্রোগ্রাম টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা। রাজশাহীতে আজ তারা টাইব্রেকারে ঠাকুরগাওকে পরাজিত করেছে।

১৫ মিনিটে অনন্যার গোলে রংপুর লিড নেয়। ৩০ মিনিটে রুমা আক্তারের গোলে ঠাকুরগাও সমতা আনে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুনঃ  ভারতের খারাপ দিনের অপেক্ষায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

নারী ফুটবলের অন্যতম পাইপলাইন জেএফএ টুর্নামেন্ট। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অনুপস্থিত ছিলেন। নয় মাস পেরিয়ে গেলেও বাফুফের নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গতা পায়নি। ফলে ফেডারেশন বা কিংবা কমিটি সংশ্লিষ্ট কেউই ছিলেন না ফাইনালে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

বাফুফে কর্তারা সংবাদ সম্মেলনে মিডিয়ার কাছে প্রচারের অনুরোধ করেন। অথচ ফেডারেশনের পেশাদার স্টাফরা সাংবাদিকদের কাছে প্রচারযোগ্য তথ্য উপস্থাপনই করতে পারেন না। আজ জেএফএ কাপের ফাইনাল হয়েছে এই তথ্য সাংবাদিকদের সরাসরি দেয়নি। গ্রুপ পর্ব কিংবা সাধারণ ম্যাচগুলোর ফলাফলের মতো ফলাফলের একটি পিডিএফ ফাইল ফেডারেশনের মিডিয়া গ্রুপে দিয়েছে। যা দেখে সহজে ও দ্রুত বোঝার উপায় নেই।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গাপূজা টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ফাইনালে পুরস্কার প্রদান কে করেছে এই তথ্যও দেয়নি বাফুফের মিডিয়া বিভাগ। এভাবেই দায়সারাভাবে চলে অনেক কার্যক্রম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।