নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:২৭। ৩১ আগস্ট, ২০২৫।

জেগে আছি অশেষ মুক্তিযোদ্ধা…

মার্চ ২, ২০২৫ ২:৫৮
Link Copied!

কামাল বারি

প্রেমখচিত হৃদয়ে লিখেছি তোমার নাম—
প্রিয় স্বদেশভূমি বাংলাদেশ!
তোমার মুক্তির জন্য হাতের তালুতে মৃত্যু লিখে লড়েছি;
তোমার স্বাধীনতার জন্য হাতের তালুতে জীবন লিখে যুদ্ধ করেছি;
একবুক রক্ত ঝরিয়ে আমরা উড়িয়েছি বিজয় পতাকা;
প্রিয় স্বদেশ! প্রিয় মাতৃভূমি বাংলাদেশ!

পৃথিবীর সমগ্র দৃষ্টির সামনে আমরা দাঁড়িয়েছি, বাঙালি—
বিস্ময়কর প্রেম ছড়িয়ে দিয়েছি বিশ্বে!
অবিনাশী মুক্তির আকাঙ্ক্ষা বুকে— আমরা জেগে আছি অশেষ মুক্তিযোদ্ধা।…

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।