
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন। এর আগে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম বলেন, ‘পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ থাকায় জামিনের বিরোধিতা করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘জেম হত্যা মামলার প্রধান আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতে যাব।’ আদালত সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের নেতা খাইরুল আলম...
Developed by BDITHOST