স্টাফ রিপোর্টার, পুঠিয়া : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে মনোনীত হয়েছেন। অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজে বইছে আনন্দের বন্যা।
শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসারে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তিনি শ্রেষ্ঠ কলেজপ্রধান হিসেবে নির্বাচিত হন। প্রফেসর ড. মোঃ শওকত আলী দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন। নিয়মিত পাঠদান, শিক্ষক ও শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ফলাফলে ধারাবাহিক উন্নতির মাধ্যমে কলেজটি ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এ প্রসঙ্গে অধ্যক্ষ ড. শওকত আলী বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটি আমার ২৮ বছরের কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এখন আমার লক্ষ্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া।” তিনি আরও বলেন, “আমার রয়েছে দেশি-বিদেশি ৭টি প্রশিক্ষণের সার্টিফিকেট, যা অন্যদের চেয়ে আমাকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস করি। ইনশাআল্লাহ বিভাগীয় পর্যায়েও আমি সফল হব।”
শিক্ষা উন্নয়নে অধ্যক্ষের এই অসাধারণ অবদান ভবিষ্যতের শিক্ষক-প্রশাসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন শিক্ষাবিদরা। উক্ত অর্জন পুঠিয়ার শিক্ষা অঙ্গনে গৌরবজনক একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের মাঝে এ খবরে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
