
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)-এর সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জ্যেষ্ঠপুত্র জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ আগস্ট) দুপুরে অসুস্থ হয়ে গেলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বিবাহিত হলেও কোনো সন্তান ছিল না। তারা দুই ভাই ও দুই বোন ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস ও থাইরয়েড রোগে ভুগছিলেন। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তাপসের প্রথম জানাজা নগরীর আমবাগান মংস্য অধিদফতরের মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দ্বিতীয় জানাজা দুর্গাপুর উপজেলা সহর বানু স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। রাত ১০টায় আমগাছি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বদরুল ইসলাম তাপস...
Developed by BDITHOST