
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে নিজ সভা কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২২-২০২৩ অর্থবছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা, জেলা পরিষদের মার্কেটের ভাড়া/ইজারামূল্য নির্ধারণ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, গোদাগাড়ীতে জেলা পরিষদ মার্কেট নির্মাণ সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, তানোর ডাকবাংলোর নির্মাণ ব্যয় অনুমোদন আলোচনা ও সিদ্ধান্ত সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদকে গতিশীল...
Developed by BDITHOST