নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:২০। ১২ মে, ২০২৫।

জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

নভেম্বর ১৯, ২০২২ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ও জেলা ইউনিট এবং মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড। শনিবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধকালীন সংগঠক আব্দুল হাদি। প্রধান অতিথি ছিলেন সাত নম্বর সেক্টরের চার নম্বর সাব সেক্টরের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী (বীর বিক্রম)। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা।

বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।