স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় কারাগারে গিয়েছিলেন রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী। তবে জেল থেকে বেরিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ১১ মাসের বেশি সময় হাজতবাসের পর মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এর আগে সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় সাবেক মেয়র আব্বাস আলীর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি কারাগার থেকে বের হয়ে কিছু অনুসারীকে নিয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলার মধ্যে একটির বাদী রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল মমিন। গত বছরের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর...
Developed by BDITHOST