
অনলাইন ডেস্ক : কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মতো তরুণ তারকাদের সঙ্গে ভুগতে দেখা গেছে নোভাক জোকোভিচকে। তবে তিনি ফুরিয়ে যে যাননি, তার প্রমাণ দিলেন এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতে। ঘুরে দাঁড়ানো জয়ে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন সার্ব তারকা। ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর ও পাঁচ মাস বয়সী এই তারকা ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন। একই সঙ্গে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ড কোর্ট ক্যারিয়ারের ৭২তম। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি। সবশেষ জয়ে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তাকে ছাড়িয়ে গেলেন। এরই মধ্যে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪) জেতা এবং ফাইনাল...
Developed by BDITHOST