
স্টাফ রিপোর্টার: প্রায় এক সপ্তাহ ধরে দেশে তীব্র ও মাঝাড়ি দাবদাহ প্রবাহিত হচ্ছে। ফলে জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে দেশ। রাত ও দিনে প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন। ঘরে বাইরে কোথাও নেই এতটুকু স্বস্তি। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, ঠান্ডা-কাশি রোগী। রোববার ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আরও চার থেকে ছয় দিন চলবে এমন তাপদাহ। জুনের দ্বিতীয় সপ্তাহে দেখা মিলতে পারে বহুল কাঙ্ক্ষিত মেঘের। এ যেন দহনকাল। সকাল না হতেই রোদের খরতাপ। বেলা বেড়ে দুপুরের দিকে যা ধারণ করে একখণ্ড অগ্নিগোলকে। ঝাঝালো আগুনের তাপ চলে বিকেল গড়িয়ে গভীর রাত অবধি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা খরতাপে পুড়ছে মানুষ। পুড়ছে প্রাণ-প্রকৃতি। দুর্বিষহ এ অবস্থায় ঘরে বাইরে কোথাও নেই সামান্যতম স্বস্তি। নেই একদণ্ড শান্তি। টানা তাপদাহে সারা দেশের মানুষ ভোগান্তিতে পড়লেও রাজশাহী যেন পরিণত হয়েছে...
Developed by BDITHOST