
এস এম আব্দুর রহমান, পুঠিয়া(রাজশাহী) : পুঠিয়ায় ঝলমলিয়া মুসা খাঁ নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার ঝলমলিয়া এলাকার মুসা খাঁ নদী হতে পুঠিয়া থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন। নিহত ওই নারীর নাম রমনী (৬৫) সে ঝলমলিয়া এলাকার পাহাড়িয়া গোত্রের শুম্ভু'র স্ত্রী। জানা যায়, গত মঙ্গলবার ২১ তারিখ হতে রমনী নিখোঁজ হয়। পরে চার দিন খোঁজাখুঁজি করেও কথাও পাওয়া যাচ্ছিল না। এরপর ৪ দিন পর আজ পুঠিয়া ঝলমলিয়া মুসা খাঁ নদীতে রমনীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে ওই লাশ উদ্ধার করেন। এবিষয়ে নিহতের স্বামী শুম্ভু বলেন, গত মঙ্গলবার কালী পূজার দিনে আনন্দ উল্লাস করে দুজনে মিলে ভরপুর নেশা করেছিলাম। নেশা অবস্থায় আমার স্ত্রীকে বাসায় রেখে আমি পেয়ারার...
Developed by BDITHOST