মনির হোসেন, যশোর প্রতিনিধি: নিখোঁজের প্রায় দুই দিন পর অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হোসেনকে(৩২)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাড়ী রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা এবং রুস্তম আলীর ছেলে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা থেকে যশোর সদর উপজেলার ভেকটুিয়া গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজের ঘটনার পরদিন থেকে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং তাকে গুম করা হয়েছে দাবি করে আজ রোববার সকালে ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকায় স্বজন ও এলাকাবাসী বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও গাছ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরবর্তীতে রোববার দুপুরের পর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতায় কেশবপুর থানাধীন সাগড়দাড়ী রোড এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে রাসেলের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। তবে তার শরীরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিস্তারিত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখনো উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
