নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১:১০। ১৭ অক্টোবর, ২০২৫।

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ ফায়ার ফাইটার

সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ, ফায়ার ফাইটার মো. নুরুল হুদা, ফায়ার অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার জয় হাসান এবং আরও একজন পরিচয় অজ্ঞাত কর্মী।

আরও পড়ুনঃ  রাকিবকে নিয়ে গুঞ্জনের মাঝে ভক্তদের সুখবর দিলেন মাহি

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  বহিরাগতদের আটকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন — অভিযোগ ছাত্রশিবিরের

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীকে আনা হয়েছে। তাদের সবার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ  বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

তিনি আরও জানান, দগ্ধদের অবস্থা গুরুতর। এখনো কারও শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা নির্ধারণ করা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।