নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:১৭। ১০ মে, ২০২৫।

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

অক্টোবর ২৩, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: টানা দুই জয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। কিন্তু এর পরের দুই ম্যাচে মুদ্রার উল্টোপিঠ দেখেছে তারা।
অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেয় আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষেও আজ এর পুনরাবৃত্তি করতে চায় তারা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এসেছে বলে জানান তিনি। জ্বরে আক্রান্ত মোহাম্মদ নাওয়াজের জায়গায় খেলছেন শাদাব খান। আফগানিস্তান একাদশে এসেছে বদল। ফজল হক ফারুকিকে বাদ দিয়ে স্পিনার নুর আহমেদকে যোগ করেছে তারা।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাভিন উল হক, নুর আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।