অনলাইন ডেস্ক : জেলার কালিহাতীতে গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), তার নানী শাশুড়ী হুসেইনে আরা (৬৮) এবং তাদের বহনকারী প্রাইভেটকারের চালক কুমিল্লা জেলার কুদ্দুস মিয়ার ছেলে আবুল হোসেন (৩২)। কালিহাতী ফায়ার সার্ভিসের টিম লিডার আহসান হাবীব ও গরু ব্যবসায়ীরা জানান, জামালপুরের মাদারগঞ্জ থেকে গরু নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পর-পর দু'টি প্রাইভেটকারের প্রথমটির একপাশে...
Developed by BDITHOST