
অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার কচুয়া চাঁদেরহাট এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)। এদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায়। অভিযোগসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকায় ঘুরতে যান স্বামী-স্ত্রী। ঘুরাঘুরি শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কচুয়া এলাকার হাজী চৌরাস্তায় পৌঁছালে ৭-৮ জন লোক তাদের পথরোধ করে। পরে স্বামীকে মারধর করে তার স্ত্রীকে পাশের একটি গজারি...
Developed by BDITHOST