
অনলাইন ডেস্ক : ফটোকপি দোকানের কর্মচারী, জেলে ও রাজমিস্ত্রি মিলে জাল টাকার কারবার পেশায় ফটোকপি দোকানের কর্মচারী আরিফ ব্যাপারী (২০)। প্রথমে নিজের আয়ের টাকায় জাল টাকা তৈরির বিভিন্ন মেশিনারি কেনেন। এরপর রাজমিস্ত্রি অনিক ও পদ্মা নদীর জেলে জাহিদকে সঙ্গে নিয়ে শুরু করেন জাল টাকা তৈরির চেষ্টা। ইউটিউব দেখে দেখে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে অবশেষে সফল হন তারা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে কম দামে জাল টাকা বিক্রির পোস্ট দিয়ে সংগ্রহ করতেন ক্রেতা। সর্বশেষ ৭-৮ দিন আগে তারা ১২ লাখ টাকার একটি জাল নোটের চালান সরবরাহ করেন। এখান থেকে তারা আয় করেন দেড় লাখ টাকা। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে চক্রের তিন সদস্যকেই গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব-৩। র্যাব বলছে, আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল...
Developed by BDITHOST