
স্টাফ রিপোর্টার: হজে যাওয়ার আগে সবাইকেই নিতে হয় মেনিনোকোকাল ও ইনফ্লুয়েঞ্জা টিকা। এ জন্য আগে থেকে নাম নিবন্ধন করে টিকা নিতে যেতে হয় সিভিল সার্জনের কার্যালয়ে। বুধবার রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ে টিকা শেষ হয়ে যাওয়ায় হয়রানির শিকার হয়েছেন হজ যাত্রীরা। টিকা শেষ হয়ে যাওয়ায় তারা টিকা পাননি। তবে কয়েকদিনের মধ্যে টিকা দেওয়ার আশা কর্তৃপক্ষের। বুধবার সকালে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ে টিকা দেওয়া শুরু হয়। কিন্তু ৭০টি টিকা দেওয়ার পর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়েছেন হজযাত্রীরা। এর আগে গত ৮ মে থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। হজযাত্রীরা পর্যায়ক্রমে এসে টিকা নিচ্ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলা থেকে এবার ২ হাজার ৪৬৭ জন হজে যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৬৫৭ জন। বাকিরা যাচ্ছেন বেসরকারি...
Developed by BDITHOST