
স্টাফ রিপোর্টার: ওয়ানডেতে সিরিজ হারের পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের কাছে হারলো বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। তাদের হাতে তখনও ছিল চারটি উইকেট আর ৫টি বল। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বুধবার সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালই করেছিলেন ওপেনার জিশান আলম। ১৫ বলে ৩২ রান করে ফেলেন জিশান। সঙ্গী মইনুল ইসলাম অবশ্য জ¦লে উঠতে পারেননি। মইনুল ব্যাট করতে থাকেন ওয়ানডে মেজাজেই। এ দুজনের ৭২ রানের মধ্যে ৫২ রানই আসে জিশানের ব্যাট থেকে। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা অধিনায়ক আহরার আমিন ১০ বলে করেন ২০ রান। এরপর আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ আর আশিকুর ১২ বলে ১৮ রান করেন। সবমিলিয়ে সংগ্রহ হয় ১৫৯ রান। ১৬০ রানের লক্ষ্যে...
Developed by BDITHOST