
অনলাইন ডেস্ক: মাত্র কিছুদিন আগেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর শেষ হয়েছে। এরই মাঝে ক্ষণ গণনা শুরু হয়েছেভিন্ন ফরম্যাটের বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে জুন মাসে। এ তো গেল ছেলেদের টুর্নামেন্ট, একই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ (বৃহস্পতিবার) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করা হয়েছে। ইতোমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে আইসিসির সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুমুল জোয়ারের সময়ে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। বিশেষত, ওয়ানডে ক্রিকেটের দৈর্ঘ্য কমানো নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। তবে টেস্ট ফরম্যাটের খেলা ক্রিকেটের জন্মলগ্ন থেকে হয়ে আসছে বলে এ নিয়ে উচ্চবাচ্য দেখা যায় না সেভাবে। বর্তমানে ক্রিকেটের আগ্রাসী সংস্করণের আবির্ভাবে তাই জনপ্রিয়তা লাভ করেছে টি-টোয়েন্টি। এমনকি ফ্র্যাঞ্চাইজি...
Developed by BDITHOST