
অনলাইন ডেস্ক : ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টুর্নামেন্টের চূড়ান্ত সূচি আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করবে আইসিসি। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্প্রতি বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার বিশ্বকাপ আয়োজন করা হবে তুলনামূলকভাবে কম সংখ্যক শহরে। প্রতিটি ভেন্যুতে অন্তত ৬টি করে ম্যাচ রাখা হবে। বিসিসিআইয়ের তালিকায় যে পাঁচটি শহরের নাম চূড়ান্ত হয়েছে, সেগুলো হলো—আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। এ ছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের কিছু ম্যাচ, যদিও সেই ভেন্যুগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে বেঙ্গালুরু ও লখনৌ কি এবার ভেন্যু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। বিসিসিআই জানিয়ে দিয়েছে, যে সব...
Developed by BDITHOST