
অনলাইন ডেস্ক : বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দল। লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। এমন পারফরম্যান্সের পর দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই তাদের। সপ্তাহ খানেক পরই ভারতের বিপক্ষে সিরিজ খেলবে প্রোটিয়ারা। ঘরের মাঠে নভেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটির জন্য গতকাল বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন দুই পেসার মার্কো জানসেন ও জেরাল্ড কুয়েটজে। বাংলাদেশ সিরিজের দলে থাকা দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙি এনগিদি এই সিরিজে নেই। তাছাড়া আনরিখ নরকিয়া এবং তাবরাইজ শামসিকেও দলে রাখেনি সিএসএ। বোলিংয়ে অভিজ্ঞদের বাইরে রাখা হলেও ব্যাটিংয়ে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটার হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের সাদা বলের দলে...
Developed by BDITHOST