
অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না ও কাজলের সাম্প্রতিক টক শো 'টু মাচ' নানা কারণেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্পর্কে 'প্রতারণা' বা পরকীয়ার সংজ্ঞা নিয়ে শো-এ তাদের করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার সরাসরি নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি। কয়েকদিন আগে শো-তে অতিথি হিসেবে এসেছিলেন জাহ্নবী কাপুর এবং করণ জোহর। সেখানে আলোচনার মোড় ঘুরে যায় প্রতারণা প্রসঙ্গে। কাজল এবং টুইঙ্কল একমত হয়ে দাবি করেন, শারীরিক সম্পর্ক নয় বরং মানসিক ভাবে কেউ কাউকে ঠকালে সেটাই আসল প্রতারণা। তাদের মতে, সঙ্গী যদি অন্য কারও সঙ্গে সহবাস করেনও, সেটা মানসিক প্রতারণার তুলনায় কম গুরুতর। তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতারণার কোনো ভাগ হয় না। হুমা বলেন, ‘প্রতারণার কোনো...
Developed by BDITHOST