
স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শপথ গ্রহণের পর সোমবার সন্ধ্যা ৬টায় দলীয় নেতৃবৃন্দ ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর ফাতেহাপাঠ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী কৃষি প্রধান অঞ্চল। এ অঞ্চলে উৎপাদিত পণ্য নিয়ে রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ...
Developed by BDITHOST