
নাটোর প্রতিনিধি: দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম হিসেবে খ্যাত নাটোর স্টেশন বাজার সংলগ্ন চকবৈদ্যনাথের মোকামগুলো। ঈদের চতুর্থ দিন রোববারও চামড়া লবণজাত করতে ব্যস্ত সময় পার করছিলেন ব্যবসায়ীরা। এবার চামড়ার দাম কমলেও লবনের দাম দ্বিগুণ ও চ্যানারীতে পুঁজি বাকি পড়ায় বিপাকে পড়েছেন মোকাম ব্যবসায়ীরা। তারা বলছেন, ঢাকার ট্যানারী মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ায় নগদ টাকায় চামড়া কিনতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীসহ আশে পাশের জেলা থেকে নাটোর মোকামে আসতে শুরু করেছে লবণযুক্ত কিছু চামড়া। এখানে প্রায় দের শতাধিক আড়ত রয়েছে । এসব আড়ৎ মালিকরা সাড়ে ৫০০ থেকে ১১ শো টাকা পর্যন্ত কোরবানি পশুর চামড়া ক্রয় করছেন। এছাড়া ছাগল-বকরির চামড়া বিক্রি হয়েছে ১০ থেকে ৩০ টাকায়। আর লবণ যুক্ত চামড়া বিক্রয় হচ্ছে ১ শো টাকায়। তবে চামড়া ক্রেতাদের...
Developed by BDITHOST