
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন স্বচ্ছ ও সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘চার্জ গঠন থেকে সাক্ষ্য—সবকিছুই এখন মিডিয়ার মাধ্যমে জাতি দেখতে পাচ্ছে। বিদ্যমান আইনে অপরাধের প্রমাণ পেলে আসামিদের সর্বোচ্চ সাজা প্রাপ্য। আদালত যেন কোনো অবিচার না করেন—আমরা সেটিই প্রত্যাশা করি।’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও–পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে’ এই ব্রিফিংয়ের আয়োজন করে দলটি। জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে দেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। জনগণ এসব হত্যার বিচার চায়। সরকার ও ট্রাইব্যুনাল হাজারো চ্যালেঞ্জ মোকাবিলা করে...
Developed by BDITHOST