
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুরে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ চারজন মৃত্যু হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও যাত্রী। সোমবার মহাসড়কের মহাদেবপুরে হাট-চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে একটি ট্রাক মহাদেবপুর সদরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চালকসহ চারজন নিহত হন। গুরুতর আহত হন আরও একজন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘বেলা ১টার দিকে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল...
Developed by BDITHOST