
মোঃ তৌহিদুজ্জামান : সংখ্যা হিসেবে কেনা-বেচা হয় এমন পণ্য ক্রয়-বিক্রয়ে কিছুদিন আগেও আমাদের গ্রামাঞ্চলে ‘কুড়ি’ সংখ্যাটার বহুল ব্যবহার পরিলক্ষিত হতো। এটা ‘কুড়ি’ প্রীতি ছিল বিষয়টা কিন্তু তেমন নয়, বরং তখন লেনদেনের সাথে যুক্ত মানুষগুলোর একটা বড় অংশ কুড়ির (২০) বেশি গুনতে পারত না। অনেকেই এক কুড়ি, দুই কুড়ি- এ ভাবেই টাকার হিসাব করত। ছোট ছোট লেনদেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর ছোট থাকায় তখন কুড়ি পর্যন্ত গণনা পারলেই দৈনন্দিন লেনদেন ও অন্যান্য হিসাব নিকাশ চালিয়ে নেওয়া সম্ভব ছিল। কিন্তু বিশ^ অর্থনীতি এখন এতটাই প্রসারিত হয়েছে যে, সেই ‘কুড়ি’ তো দূরের কথা অযুত, লক্ষ, নিযুত, কোটি-সংখ্যার এসব বড় স্থানীয় মানও অর্থনীতির কোনো কোনো সূচক পরিমাপে আর যথেষ্ট নয়। উদাহরণ হিসেবে জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের কথা বলা যায়। বৈশি^ক তো বটেই পৃথিবীর...
Developed by BDITHOST