
স্টাফ রিপোর্টার: ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় একই ট্রেনের লোকো মাস্টারসহ (চালক) দুই জনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকে ৪৫ লিটার তেল জব্দ করা হয়। রোববার (৬ আগস্ট) রাতে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে তেল চুরির সময় তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৭ আগস্ট) সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের একজন বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে ট্রেন চালক হেলাল হোসেন (৩৬)। অপরজন নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়ার মৃত আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (৩৬)। হেলাল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে পাবনার ঈশ্বরদী রুটে চলাচলকারী কমিউটার এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে আরএনবি গোয়েন্দা...
Developed by BDITHOST