
অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। ১২০ বলের এই সংস্করণে ব্যাটারদের ডট বল খেলাটা রীতিমতো অন্যায়ের পর্যায়ে পড়ে! অথচ বাংলাদেশি ব্যাটাররা এই ডট বলের সংখ্যা কিছুতেই কমাতে পারছেন না। যার খেসারত দিতে হচ্ছে দলকে। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারতে হচ্ছে। গতকাল চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ। ১৪ রানে হারের দিনেও প্রচুর ডট বল খেলেছেন ব্যাটাররা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, 'এই জায়গাটা যদি আমরা একটু ডট বলগুলো কমাতে পারতাম, তাহলে হয়তো আমাদের চাপটা একটু কম হতো। কিন্তু হয় নাই। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে, কীভাবে ডট...
Developed by BDITHOST