বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃচ্ছ সাধনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে সরকার। মার্কিন ডলার আয়ের জন্য এবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অগ্রাধিকার তালিকায় স্থান পাচ্ছে রপ্তানি খাত। জীবনযাত্রা ব্যয়ের চাপ কমাতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তেমনি দেশের রিজার্ভের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে রপ্তানি আয়কে। এ লক্ষ্যে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করা হবে। পাশাপাশি নগদ রপ্তানি প্রণোদনা প্রাপ্য পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তৈরি পোশাকের বাইরে অন্য পণ্যগুলোকে গুরুত্ব দেওয়া হবে। যদিও বিগত কয়েক বছর জাতীয় বাজেটে অগ্রাধিকারের তালিকা ছিল না রপ্তানি খাত। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, অর্থ বিভাগ ৪২টি পণ্যের ওপর রপ্তানি প্রণোদনা দিচ্ছে। অথচ শুধু তৈরি পোশাক খাতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর বাইরেও কৃষিপণ্য, সবজি, চামড়া...
Developed by BDITHOST