নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১২:১৫। ২২ নভেম্বর, ২০২৫।

ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপের মামলায় গ্রেপ্তা‌র ৪

নভেম্বর ২১, ২০২৫ ১১:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, হামলার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে একটি বিশেষ অভিযান শুরু করা হয়। এ অভিযানের মাধ্যমে ঘটনায় সরাসরি সংশ্লিষ্ট চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এই হামলায় জড়িত অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।