স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। শনিবার তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি বিভিন্ন সময় রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর জনপদ, দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি), ডেইলি টেলিগ্রাফ, ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
নাজিব ওয়াদুদ দেশের একজন বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক সরকারি ও বেসরকারি পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তিনি গণঅভ্যুত্থান ২০২৪ চেতনা পরিষদ রাজশাহী, জুলাই ৩৬ পরিষদ রাজশাহী, রাজশাহী সংস্কৃতি কেন্দ্র, পরিচয় সংস্কৃতি সংসদ, রাজশাহী মানবকল্যাণ সংস্থা সহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য, পরিচালক, সভাপতি ও উপদেষ্টা। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী মহানগরী ইউনিটের নির্বাহী সদস্য। তিনি একজন গবেষক। বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে এ পর্যন্ত তার ২৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নাজিব ওয়াদুদ ১৯৬১ সালের ২০ জুলাই রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাটাখালি পোরসভার অন্তর্গত শ্যামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মাসকাটা দিঘী হাইস্কুল, রাজশাহী সরকারি কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজে লেখাপড়া করেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া ও তিনি পরবর্তীকালে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক ছিলেন। ২০২৪ সালের ২০জুলাই অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে একই পদে চুক্তিভিত্তিক কাজ করছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক।-সংবাদ বিজ্ঞপ্তি