
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির উপজেলার যুগ্ম আহ্বায়ক শিমু শাহনাজ গ্রেফতার কে করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভোলাহাট কলেজমোড় এলাকা থেকে শিমু শাহনাজকে গ্রেফতার করা হয়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শিমু শাহনাজ। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ আগষ্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.আহসান হাবীব বাদি হয়ে মামলাটি দায়ের করেন। শাহনাজের বিরুদ্ধে ১৫ আগস্টকে নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলা হয় মামলার এজাহারে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Developed by BDITHOST