
একসময়ের ক্লাসের সবচেয়ে প্রাণচঞ্চল ছাত্র তালহার (ছদ্মনাম) ইদানিং পড়ার টেবিলে মন বসে না, বইয়ের অক্ষরগুলো যেন ঝাপসা লাগে। এখন তার সব মনোযোগ আটকে গেছে মোবাইল গেমে। পড়ার টেবিলে বসতে তার একঘেয়ে লাগে, কিন্তু ভার্চুয়াল জগতের এই যুদ্ধের রোমাঞ্চ তাকে ধরে রাখে ঘণ্টার পর ঘণ্টা। এখন আর সে পড়াশোনায় আগের মতো নিয়মিত হতে পারছে না। রাত জেগে খেলার কারণে দিনে ক্লান্ত থাকে, ফলে ক্লাসে মনোযোগ দিতে পারে না। প্রায়ই তার শিক্ষকদের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছে। সময়মতো খাওয়াদাওয়াও করছে না, খাবারের প্রতি আগ্রহ কমে গিয়েছে। তালহার আগের সেই আনন্দময়, সচল জীবনটা হারিয়ে যেতে বসেছে মোবাইল পর্দার পেছনে। এটি শুধু তালহার গল্প নয়, বরং এখনকার দিনের বহু কিশোর- কিশোরীর বাস্তবতা। এ বাস্তবতার ফলে শুধুমাত্র শারীরিক বা শিক্ষাগত দিক নয়,...
Developed by BDITHOST