নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১২:২৯। ৩১ জুলাই, ২০২৫।

ডিবিপ্রধান হলেন রেজাউল করিম মল্লিক

সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। আজ রোববার তাঁকে নিয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

১৭তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এর আগে ডিএমপির ডিবিপ্রধান ছিলেন ডিআইজি আশরাফুজ্জামান। তাঁকে গত ৩১ জুলাই দায়িত্ব দেওয়া হয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আজও তিনজনের মৃত্যু

আশরাফুজ্জামান ডিআইজি হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে কোটা সংস্কার আন্দোলনে হারুন অর রশীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাঁকে ডিবি থেকে সরিয়ে ডিএমপি হেডকোয়ার্টারে ক্রাইমের অতিরিক্ত কমিশনার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।