স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ লিটার চোলাইমদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সিজার বিশ্বাস (২০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় খ্রিস্টানপাড়া এলাকার সুনীল বিশ্বাসের ছেলে ও রায়হান (২৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরোইল গ্রামের কুরমানের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী চুমকি বিশ্বাসের ভাড়া বাড়িতে এক ব্যক্তি দেশীয় চোলাইমদ বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত...
Developed by BDITHOST