নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১:২৫। ৮ জুলাই, ২০২৫।

ডিসি-এসপিদের সতর্ক বার্তা দিলেন হাসনাত

জুলাই ৭, ২০২৫ ৯:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক : হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগদান করেন, তখন আপনাদেরকে বলা হয়, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমাদের এনসিপির কোন নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপি নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে যতটা সময় লাগে।

আরও পড়ুনঃ  ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে ধর্ষণ, পরে বার্তা ‘আবার আসবো’

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সহঅবস্থান নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের সাথে বিবাদসুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো অনেকটা বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলব, আপনারা বাংলাদেশপন্থী ও জনগণপন্থী হন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা।

আরও পড়ুনঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহী ৬ আসনে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে ভোটাররা

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না। আপনারা বেনজীর হইয়েন না, আপনারা ডিবি হারুন হইয়েন না। কেননা আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সারজিস আলম আবারও রাস্তায় নেমে আসবে।

আরও পড়ুনঃ  পাবনায় রাতের আঁধারে কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি

আয়োজিত এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।